২৫ মার্চ গণহত্যা দিবস বলা হয কেন?

Image may be subject to copyright

২৫ মার্চ গণহত্যা দিবস বলা হয কেন?
গণহত্যার বৈশিষ্ট্য 
১৯৪৮ সালে গৃহীত জাতিসংঘের কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অব জেনোসাইডে গণহত্যার পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে 
কোনো গোষ্ঠীর মানুষকে হত্যা
তাদের শারীরিক মানসিকভাবে চরম ক্ষতিসাধন
জীবনমানের প্রতি আঘাত শারীরিক ক্ষতিসাধন
জন্মদান বাধাগ্রস্ত করা এবং 
শিশুদের অন্য গোষ্ঠীর হাতে তুলে দেওয়া
এই পাঁচটি উপাদানের কোনো একটি থাকলেই কোনো ঘটনা গণহত্যা হিসেবে চিহ্নিত হবে 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, শেষটি ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর সব ধরনের অপরাধই সংঘটিত হয়েছে তাই একে গণহত্যা না বলার কোনো কারণ নেই
এসব বৈশিষ্ট্য থাকার পর বাংলাদেশের গণহত্যা স্বীকৃতি না পাওয়ার কারণ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহাকে দায়ী করেন আর্জেন্টিনার আইনজীবী এবং সে দেশের গণহত্যার বিচারের আন্দোলনের কর্মী ইরেন ভিক্টোরিয়া মাসামিনো
More information


জাতীয় গণহত্যা দিবস’ 
-----------------------------------------------
<$> ‘জাতীয় গণহত্যা দিবস’- ২৫ মার্চ

<$> ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’- ডিসেম্বর

<$> ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পিত গণহত্যাকে বলা হয় - অপারেশন সার্চলাইট (Operation Searchlight)
<$>
অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন- জেনারেল টিক্কা খান
<$>
অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী- ১৪তম ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলি
<$>
ঢাকার সৈন্যদের কমান্ডে ছিলেন- রাও ফরমান আলি এবং অন্য সব স্থানের সৈন্যদের কমান্ডে ছিলেন- জেনারেল খাদেম
<$>
ওই সময়ে পূর্ব পাকিস্তানে রয়টার্সের সাংবাদিক ছিলেন- সাইমন ড্রিং
<$>
২৫ মার্চ রাতের শেষ প্রহর তথা ২৬ মার্চ প্রথম প্রহরেই স্বাধীনতার ঘোষণা দেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
<$>
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন- EPR-এর Wireless-এর মাধ্যমে 
<$>
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটি অনুবাদ-
"
এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক"
<$> ‘
জাতীয় দিবস/স্বাধীনতা দিবস’- ২৬ মার্চ


Another Content- Recent News
                          - অপারেশন সার্চলাইট
                          - Liberation War

Follow me- Facebook
                  - Instagram
                  - Twitter

"All content provided on this blog is for informational purposes only. The owner of this blog makes no representations as to the accuracy or completeness of any information on this site or found by following any link on this site. The owner will not be liable for any errors or omissions in this information nor for the availability of this information. The owner will not be liable for any losses, injuries, or damages from the display or use of this information. These terms and conditions of use are subject to change at any time and without notice."

No comments

Theme images by dem10. Powered by Blogger.