Recent News-সাম্প্রতিক তথ্য- ৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
Recent News-40th bcs
তালিকায় শীর্ষে আছে টানা ২য় বারের মত "ফিনল্যান্ড" এবং তলানিতে আছে "দক্ষিণ সুদান"।
২।কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির।
এর আগে ১ নম্বর অবস্থানে ছিল কেনিয়ার দাবাব শরণার্থী শিবির।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেপটিম’র এক র্যাংকিংয়ে এ কথা বলা হয়েছে।
৩।সম্প্রতি বানিজ্যিকভাবে 5G সেবা চালু করে কোন দেশে?
=>দক্ষিন কোরিয়া
৪।বর্তমান বিশ্বে স্কুল ছাত্র- ছাত্রীদের পরিবেশবাদী নতুন এক আন্দোলন
"ফ্রাইডে’স ফর ফিউচার" (Friday's for future)
পরিবেশদূষণের বিরুদ্ধে আন্দোলন।
৫।"বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে"
জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ দেওয়ার দিনটিকে নিউ ইয়র্ক স্টেট কর্তৃপক্ষ ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণা করেছে।
৬।বাংলাদেশে বর্তমানে বিনিয়োগকারী শীর্ষে দেশ- যুক্তরাষ্ট্র---(বাংলাদেশ ব্যাংক)।
৭।কাজাখস্তানের নতুন রাজধানী এখন "নুরসুলতান"।
পূর্ব নাম ছিল "আস্তানা"।
৮।তালপাতা" দেশের তৈরি নতুন ল্যাপটপ।(শীঘ্রই আসছে বাজারে)
৯।সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
=>৫৬ তম
১০। জলবায়ু পরিবর্তনের কারণে সর্বোচ্চ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা শীর্ষ ১৫ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান?
=>নবম
১১।প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ —
=>ভানুয়াতু
১২। বিশ্বে রেমিট্যান্স আহরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত তম?
=> নবম
১৩।সম্প্রতি জাপানি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক গ্রাফিক্স নভেলের নাম কি?
=>মুজিব
১৪।শেখ হাসিনা দ্য লিডার — এর ব্যাপ্তিকাল কত?
=>১১ মিনিট ৩৩ সেকেন্ড
//////
বাংলাদেশ :
পঞ্চম কৃষিশুমারি - ২০১৯
অনুষ্ঠিত হয় : ৯-২৪ ফেব্রুয়ারি
অন্তর্ভুক্ত খাত : কৃষি , মৎস , প্রাণি
সর্বশেষ কৃষিশুমারি : ১১-২৫ মে , ২০০৮
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি : ১৯৭৭
আন্তর্জাতিক :
# বিশ্বব্যাংক প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তা ডেভিড ম্যালপাস কে মনোনয়ন দেন ট্রাম্প
# ন্যাটোর সর্বশেষ সদস্য পদ পায় উত্তর মেসিডোনিয়া
# যুক্তরাষ্ট্র সাবেক সোভিয়েত ইউনিয়ন এর সাথে স্বাক্ষরিত Intermediate Range Nuclear Forces (INF) চুক্তি থেকে প্রত্যাহারের লক্ষ্যে চুক্তিটি স্থগিত ঘোষণা করে ( উল্লেখ্য : INF চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৭ সালে এবং কার্যকর হয় ১৯৮৮ সালে )
#সাম্প্রতিক_দর্পণ
--------------------------------
মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই তাই গুরুত্বদিন
-------------------------------------------------------
১.যতকাল রবে পদ্মা, যমুনা
মেঘনা,গৌরি বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান’’ পঙক্তিটির কার ?
- অন্নদাশ শংকর রায়
.
২.৯অক্টোবর ২০১৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের প্রতিমূর্তি স্থাপন করা হয় কোথায়
- কলকাতার ‘মাদার ওয়াক্স মিউজিয়ামে ‘
.
৩. যুক্তফন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রী ছিলেন ?
- কৃষি ও সমবায়
.
৪.আগর তলা মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী কে ছিলেন ?
-টমাস উইলিয়াম এমপি (যুক্তরাজ্য বাঙালি প্রবাসী কর্তৃক প্রেরিত) তবেেএই মামলায় ডিফেন্স টিমের নেতৃত্বদেন আইনজীবী আবদুস সালাম ।
.
৫.মুক্তিযুদ্ধ কোষ গ্রন্থটি কে সম্পাদনা করেন?
- ড. মুনতাসির মামুন ।
.
৬.স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে কবে সংযোজন করা হয় ?
- পঞ্চদশ সংশোধনীতে, গেজেট ৩জুলাই ২০১১)
------------------------------------------------------------------
৭.মুজিবনগর সরকার / বাংলাদেশের অস্থায়ী সরকার
-------------------------------------------------
গঠিত হয় >> ১০ এপ্রিল ,১৯৭১
শপথ >> ১৭ এপ্রিল , ১৯৭১
সদর দপ্তর ছিল > কলকাতার ৮ং থিয়েটার রোড
মোট মন্ত্রণালয় >> ১২টি
রাষ্ট্রপতি >> শেখ মুজিবুর রহমান
উপরাষ্ট্রপতি >> সৈয়দ নজরুল ইসলাম ( বঙ্গবন্ধুর অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন ।
প্রধানমন্ত্রী >> তাজউদ্দিন আহমেদ
অর্থ মন্ত্রী >> এম. মনসুর আলী
স্বরাষ্ট্র , ত্রাণ ও পুর্নবাসন , কৃষিমন্ত্রী > এ, এইচ কামরুজ্জামান
পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী >> খন্দকার মোশতাক আহমেদ
প্রধান সেনাপতি >> কর্নেল (অব) এম,এ, জি ওসমানী
চিফ অব স্টাফ >> লে, কর্নেল (অব) আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ >> গ্রুপ ক্যাপ্টেন েএ.কে খন্দকার
. ------------------------------------------------------------
----------------------------------------------------------------------
৭.✿ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান ✿
_____________________
● চরমপত্র - (রম্যকথিকা ) পরিকল্পনা=আবদুল মান্নান, কথক= এম আর আখতার মুকুল
--------------------------------
মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই তাই গুরুত্বদিন
-------------------------------------------------------
১.যতকাল রবে পদ্মা, যমুনা
মেঘনা,গৌরি বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান’’ পঙক্তিটির কার ?
- অন্নদাশ শংকর রায়
.
২.৯অক্টোবর ২০১৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের প্রতিমূর্তি স্থাপন করা হয় কোথায়
- কলকাতার ‘মাদার ওয়াক্স মিউজিয়ামে ‘
.
৩. যুক্তফন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রী ছিলেন ?
- কৃষি ও সমবায়
.
৪.আগর তলা মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী কে ছিলেন ?
-টমাস উইলিয়াম এমপি (যুক্তরাজ্য বাঙালি প্রবাসী কর্তৃক প্রেরিত) তবেেএই মামলায় ডিফেন্স টিমের নেতৃত্বদেন আইনজীবী আবদুস সালাম ।
.
৫.মুক্তিযুদ্ধ কোষ গ্রন্থটি কে সম্পাদনা করেন?
- ড. মুনতাসির মামুন ।
.
৬.স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে কবে সংযোজন করা হয় ?
- পঞ্চদশ সংশোধনীতে, গেজেট ৩জুলাই ২০১১)
------------------------------------------------------------------
৭.মুজিবনগর সরকার / বাংলাদেশের অস্থায়ী সরকার
-------------------------------------------------
গঠিত হয় >> ১০ এপ্রিল ,১৯৭১
শপথ >> ১৭ এপ্রিল , ১৯৭১
সদর দপ্তর ছিল > কলকাতার ৮ং থিয়েটার রোড
মোট মন্ত্রণালয় >> ১২টি
রাষ্ট্রপতি >> শেখ মুজিবুর রহমান
উপরাষ্ট্রপতি >> সৈয়দ নজরুল ইসলাম ( বঙ্গবন্ধুর অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন ।
প্রধানমন্ত্রী >> তাজউদ্দিন আহমেদ
অর্থ মন্ত্রী >> এম. মনসুর আলী
স্বরাষ্ট্র , ত্রাণ ও পুর্নবাসন , কৃষিমন্ত্রী > এ, এইচ কামরুজ্জামান
পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী >> খন্দকার মোশতাক আহমেদ
প্রধান সেনাপতি >> কর্নেল (অব) এম,এ, জি ওসমানী
চিফ অব স্টাফ >> লে, কর্নেল (অব) আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ >> গ্রুপ ক্যাপ্টেন েএ.কে খন্দকার
. ------------------------------------------------------------
----------------------------------------------------------------------
৭.✿ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান ✿
_____________________
● চরমপত্র - (রম্যকথিকা ) পরিকল্পনা=আবদুল মান্নান, কথক= এম আর আখতার মুকুল
● ইসলামের দৃষ্টিতে ( ধর্মীয় কথিকা ) - কথক= সৈয়দ আলি আহসান
● জল্লাদের দরবার - জীবন্তিকা (নাটিকা), লেখক= কল্যাণ মিত্র, ভয়েস= রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ ।
● জল্লাদের দরবার - জীবন্তিকা (নাটিকা), লেখক= কল্যাণ মিত্র, ভয়েস= রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ ।
● বিশ্বজনমত সংবাদ ভিত্তিক কথিকা - কথক= সাদেকীন
● পিন্ডির প্রলাপ (রম্যকথিকা) - কথক= আবু তোয়াব খান
● দর্পণ - ( কথিকা) - কথক= আশরাফুল আলম
● প্রতিধ্বনী -( কথিকা ) - কথক= শহীদুল ইসলাম
● কাঠগড়ার আসামী - ( কথিকা) - কথক= মুস্তাফিজুর রহমান
✿_____________ ✿
৮.✿ #ঊনসত্তরের_গণঅভ্যুত্থান ✿
---------------------------------------------
প্রথম শহীদ >> আসাদ (ঢা.বি) ২০জানুয়ারী
২য় শহীদ >> মতিউর (স্কুল ছাত্র) ২৪জানু
৩য় শহীদ >> সার্জেন্ট জহুরুল হক (১৫ ফেব্রু)
৪র্থ শহীদ >> ড. শামসুচ্ছজোহা ১৮ ফেব্রু
---------------------------------------------
৯. বীর শ্রেষ্টদের মধ্যে ১ম শহীদ >> মুন্সী আব্দুর রউফ
.
১০. ৭মার্চের মুল ব্যক্তব্যের বিষয় কয়টি ছিল ?
- ৪টি। ১.চলমান সামরিক আইন প্রত্যাহার , সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া, ৩. গণহত্যার তদন্ত করা ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা ।
----------------------------------------------------------------
কিছু দফা
-----------
৪২ দফা >> আওয়ামী মুসলিম লীগের (১ম দফা > বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বাকৃতি , প্রাদেশিক শাসন )
৬ দফা (বাঙালির মুক্তির সনদ)>> আওয়ামী লীগের (>> ১ম দফা >. প্রাদেশিক শাসন , ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহার
৩৫দফা >> আওয়ামী লাীগের > এই দফার মাধ্যমে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন শুরু করেন ।
২১ দফা >> যুক্তফন্টের ১৯৫৪ সালের নির্বাচনের ইশতেহার>>> ১ম দফা > বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসিবে প্রতিষ্ঠা করা )
১১ দফা >> ছাত্র সংগ্রাম পরিষদের >> এর ভিত্তিতেই ‘৬৯ এর গণঅভ্যত্থান শুরু হয়
● দর্পণ - ( কথিকা) - কথক= আশরাফুল আলম
● প্রতিধ্বনী -( কথিকা ) - কথক= শহীদুল ইসলাম
● কাঠগড়ার আসামী - ( কথিকা) - কথক= মুস্তাফিজুর রহমান
✿_____________ ✿
৮.✿ #ঊনসত্তরের_গণঅভ্যুত্থান ✿
---------------------------------------------
প্রথম শহীদ >> আসাদ (ঢা.বি) ২০জানুয়ারী
২য় শহীদ >> মতিউর (স্কুল ছাত্র) ২৪জানু
৩য় শহীদ >> সার্জেন্ট জহুরুল হক (১৫ ফেব্রু)
৪র্থ শহীদ >> ড. শামসুচ্ছজোহা ১৮ ফেব্রু
---------------------------------------------
৯. বীর শ্রেষ্টদের মধ্যে ১ম শহীদ >> মুন্সী আব্দুর রউফ
.
১০. ৭মার্চের মুল ব্যক্তব্যের বিষয় কয়টি ছিল ?
- ৪টি। ১.চলমান সামরিক আইন প্রত্যাহার , সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া, ৩. গণহত্যার তদন্ত করা ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা ।
----------------------------------------------------------------
কিছু দফা
-----------
৪২ দফা >> আওয়ামী মুসলিম লীগের (১ম দফা > বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বাকৃতি , প্রাদেশিক শাসন )
৬ দফা (বাঙালির মুক্তির সনদ)>> আওয়ামী লীগের (>> ১ম দফা >. প্রাদেশিক শাসন , ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহার
৩৫দফা >> আওয়ামী লাীগের > এই দফার মাধ্যমে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন শুরু করেন ।
২১ দফা >> যুক্তফন্টের ১৯৫৪ সালের নির্বাচনের ইশতেহার>>> ১ম দফা > বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসিবে প্রতিষ্ঠা করা )
১১ দফা >> ছাত্র সংগ্রাম পরিষদের >> এর ভিত্তিতেই ‘৬৯ এর গণঅভ্যত্থান শুরু হয়
Follow me- Facebook
No comments