স্বাধীনতা পুরস্কার -২০১৯-- Freedom Award-2019
স্বাধীনতা পুরস্কার -২০১৯
মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৩ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক. এ বছরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পদক প্রাপ্তরা হলেন :
মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৩ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক. এ বছরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পদক প্রাপ্তরা হলেন :
১।শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর),
২।শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর),
৩।আ ক ম মোজাম্মেল হক,
২।শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর),
৩।আ ক ম মোজাম্মেল হক,
৪।ডা. কাজী মিসবাহুন নাহার,
৫।আবদুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর),
৬।শওকত আলী খান (মরণোত্তর),
৭।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,
।
খ. চিকিৎসাবিদ্যায়
৮।ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম মনোনীত হন।
গ. সমাজসেবায় পদক পান
৯।ড. কাজী খলীকুজ্জমান আহমদ,
ঘ. সংস্কৃতিকে
১০।মুর্তজা বশীর,
ঙ. সাহিত্যে
১১।হাসান আজিজুল হক,
চ. গবেষণা ও প্রশিক্ষণে
১২।অধ্যাপক ড. হাসিনা খাঁন,
৫।আবদুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর),
৬।শওকত আলী খান (মরণোত্তর),
৭।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,
।
খ. চিকিৎসাবিদ্যায়
৮।ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম মনোনীত হন।
গ. সমাজসেবায় পদক পান
৯।ড. কাজী খলীকুজ্জমান আহমদ,
ঘ. সংস্কৃতিকে
১০।মুর্তজা বশীর,
ঙ. সাহিত্যে
১১।হাসান আজিজুল হক,
চ. গবেষণা ও প্রশিক্ষণে
১২।অধ্যাপক ড. হাসিনা খাঁন,
ছ. বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পদক দেয়া হয়েছে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে।
///
উল্লেখ্য স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৭৬ সালে
প্রদান শুরু -১৯৭৭। মনে রাখার টেকনিক : স্বাধীনতার ' সা , মানে সাতাত্তর ।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে।
///
উল্লেখ্য স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৭৬ সালে
প্রদান শুরু -১৯৭৭। মনে রাখার টেকনিক : স্বাধীনতার ' সা , মানে সাতাত্তর ।
Follow me- Facebook
No comments