স্বাধীনতা পুরস্কার -২০১৯-- Freedom Award-2019


স্বাধীনতা পুরস্কার -২০১৯
মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৩ ব্যক্তি এক প্রতিষ্ঠানের হাতে দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
. বছরে স্বাধীনতা মুক্তিযুদ্ধে পদক প্রাপ্তরা হলেন :
১।শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), 
২।শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), 
৩।আ মোজাম্মেল হক,
৪।ডা. কাজী মিসবাহুন নাহার,
৫।আবদুল খালেক (মরণোত্তর) অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর),
৬।শওকত আলী খান (মরণোত্তর),
৭।ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,

. চিকিৎসাবিদ্যায়
৮।ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম মনোনীত হন।
. সমাজসেবায় পদক পান
৯।ড. কাজী খলীকুজ্জমান আহমদ,
. সংস্কৃতিকে
১০।মুর্তজা বশীর,
. সাহিত্যে
১১।হাসান আজিজুল হক,
. গবেষণা প্রশিক্ষণে
১২।অধ্যাপক . হাসিনা খাঁন,
. বিজ্ঞান প্রযুক্তিতে স্বাধীনতা পদক দেয়া হয়েছে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে।
///
উল্লেখ্য স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৭৬ সালে
প্রদান শুরু -১৯৭৭। মনে রাখার টেকনিক : স্বাধীনতার ' সা , মানে সাতাত্তর

Follow me- Facebook


No comments

Theme images by dem10. Powered by Blogger.