রিচার্জ ইওর ডাউন বেটারী! (Recharge your down battery)
রিচার্জ ইওর ডাউন বেটারী!
কলেজের ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে মেহেদী।
আড্ডা না। বলতে হবে মিনি সাইজের একটা রিউনিয়ন।
কলেজ থেকে পাশ করে যাওয়ার দুই বছর পরে এই প্রথম সবার সাথে দেখা হচ্ছে। কিন্তু কেন জানি আড্ডা আগের মতো জমতেছে না।মেহেদী বুঝতে পারলো, তার বেশ কয়েকজন ফ্রেন্ড তাদের পড়ালেখা, সাবজেক্ট, ভার্সিটি নিয়ে হতাশ। ফ্রেন্ডদের এই অবস্থা শুনে মেহেদী বললো- তোরা চাইলে আমার এক সিনিয়র ভাইয়ের কাছে তোদের নিয়ে যেতে পারি। যিনি সবসময় আমাকে হেল্প করেন। সাজেশন দেন।
আড্ডা না। বলতে হবে মিনি সাইজের একটা রিউনিয়ন।
কলেজ থেকে পাশ করে যাওয়ার দুই বছর পরে এই প্রথম সবার সাথে দেখা হচ্ছে। কিন্তু কেন জানি আড্ডা আগের মতো জমতেছে না।মেহেদী বুঝতে পারলো, তার বেশ কয়েকজন ফ্রেন্ড তাদের পড়ালেখা, সাবজেক্ট, ভার্সিটি নিয়ে হতাশ। ফ্রেন্ডদের এই অবস্থা শুনে মেহেদী বললো- তোরা চাইলে আমার এক সিনিয়র ভাইয়ের কাছে তোদের নিয়ে যেতে পারি। যিনি সবসময় আমাকে হেল্প করেন। সাজেশন দেন।
.

.
তখন শাহাদাৎ ভাই বলে উঠলো- শুন, রাষ্ট্রবিজ্ঞানে পড়লেই যে সাংবাদিক হতে পারবি না, ভূগোল-ইতিহাসের ডিগ্রি থাকলেই যে মার্কেটিং এর জব করতে পারবি না- তা কিন্তু না। বরং বিবিএ-এমবিএ ছাড়াও অনেকে বিজনেস করতেছে। সায়েন্সের সাবজেক্টে না পড়েও প্রোগ্রামার হচ্ছে। সাহিত্যে না পড়েও বই লিখতেছে। কারণ aকারো সাবজেক্ট, ডিগ্রি, এমনকি তার ভার্সিটির নাম-দাম তার ক্যারিয়ারের জন্য প্রতিবন্ধক না।
.
ইদানীংকালের অনেক চাকরি কোর্স-কারিকুলাম , সার্টিফিকেট খায় না। স্কিল, নলেজ, হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা খায়। তাই নামহীন ভার্সিটির দামহীন সাবজেক্টের অনেকেই দ্বিগুণ নলেজ, তিনগুণ স্মার্টনেস শো করে সুযোগ ম্যানেজ করে ফেলতেছে।
.
তোর আলাদা কিছু করার তীব্র ইচ্ছা থাকলে; ক্লাসের পড়া শেষ করার পর বাকি সময়টায়, ইউটিউবে মিউজিক ভিডিও কম দেখে, তুই যে জিনিস শিখতে চাস সেই রিলেটেড ভিডিও লেকচার দেখবি। টরেন্ট থেকে সিরিয়াল ডাউনলোড না করে, যে সফটওয়্যার শিখতে চাস সেটা ডাউনলোড করবি। খেলা দেখা কমিয়ে, ভলান্টিয়ারিং এক্টিভিটিস বাড়াবি। গুগলে সার্চ দিলে অনলাইনে অনেক অনেক ফ্রি কোর্স পাওয়া যায়, সেগুলা করবি। দেখবি, ছোট পুকুরের বড় মাছ হয়ে, বড় পুকুরের অনেককেই পিছনে ফেলে দিতে পারবি।
.
তোর নামি ভার্সিটির দামি সাবজেক্টের সীল থাকলে তুইও ইন্টারভিউর ভিআইপি লাইনে থাকতে পারতি। সেই সুযোগ পাচ্ছস না দেখে, পরিশ্রম দিয়ে পুষিয়ে দিবি। জব রিলেটেড ডিগ্রি না থাকলে, ওই ফিল্ডে যারা পড়ছে তাদের চাইতে দ্বিগুণ বেশি স্কিল ডেভেলপ করবি। ওরা যদি পাঁচ জায়গায় চাকরি খোঁজে তুই পঞ্চাশ জায়গায় খুজবি। চাকরি খুঁজতে খুঁজতে নিজের স্কিল ডেভেলপ করবি। তাহলে একটা না একটা চাকরি লেগেই যাবে।
.
তোর ড্রিম এর ফুল ফোটানোর আগে, চারা লাগিয়ে সার-পানি দিবি। পিছিয়ে পড়ার আগে হাল ধরবি। সময় থাকতে শক্ত-হাতে বৈঠা মারবি। নিত্য নতুন এঙ্গেলে নিজেকে ডেভেলপ করবি। তাহলেই দেখবি তোর সাবজেক্ট বা তোর ভার্সিটি তোর ক্যারিয়ারের জন্য কোন বেরিয়ার না।
Disney এর প্রতিষ্ঠাতা Walt Disney এর একটা কথা সব সময় মনে রাখবি- All our dreams can come true if we have the courage to pursue them.
No comments