রাজশাহীর পদ্মার পারে একদিন
|
Travels
|
বছর খানেক আগের কথা, আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম রাজশাহীতে। মূলত যাওয়ার উদ্দেশ্য ছিল একটা চাকরি পরীক্ষার জন্য। কিন্তু যাওয়ার পর ঘরাঘুরি টা আর কে বাদ দিতে চায় বলেন। তাই একটা সাথে একটা ফ্রী এর মতই। দিনটা ছিল বৃহস্পতিবার, সকাল ৬ টা ৩০ এ বসুন্ধরা বাসে উঠলাম রংপুরের টার্মিনাল থেকে। মোটামটি ৪ থেকে ৫ ঘণ্টার রাস্তা, কিন্তু বগুড়া থেকে নাটোর পযন্ত রাস্তা অবস্থা খারাপ থাকায় সময় কিছুটা বেশি তোঁ নেয় তার উপর সবার একটা ধাক্কার তোঁ একটা ধবল আছেই। যাহোক দুপুরের মধ্যে আমরা পৌছালাম। ইতি মধ্যে সবার পেটে খিদায় টান টান অবস্থা তোঁ শুরু হয়ে গেছে। গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন এ, সেখানে ডাল ভাত ফ্রী তাই শুধু আলাদা ভাবে তরকারি এর জন্য বিল পেয় করতে হয়। পেট শান্তি করার পর, বিশ্রাম এর জন্য মাঠে সবাই বসলাম।
ঘণ্টা খানেক থাকার পর যে যার মত পরিচিত জনের কাছে হোস্টেল এ গিয়ে উঠে পরি। বিকাল বেলায় বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস ঘুরে দেখার জন্য আবার সবাই একত্রিত হলাম। কিছুক্ষন ঘুরাঘুরি করার পর সেই আশা আর দীর্ঘায়িত হল না, শুরু হল ঝড়বৃষ্টি। সবাই মিলে একটা ভবনের নিচে গিয়ে আশ্রয় নিলাম, সেখানে ভিত কর পরিবেশে কেটে গেল প্রায় ঘণ্টা দুই এর মত। ঝড় শেষ হলে ফিরে এলাম হোস্টেলে। আমি এবং আমার এক বন্ধু উঠেছিলাম তার বড় ভাই এর কাছে। হোস্টেলের বড় ভাইদের সাথে গল্প এবং আড্ডায় রাত প্রায় শেষের দিকে।
No comments